Happy birthday wishes for vagni bangla | ভাগ্নির জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
ভাগ্নি মানে নিজের মেয়ের মতো। বোনের মেয়ে হচ্ছে ভাগ্নি। আর আজকে আমরা ভাগ্নির জন্মদিনের জন্য বেশ কিছু ভাগ্নির জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আপনাদের জন্য সংগ্রহ করেছি। আপনারা এইগুলো দিয়ে আপনার আদরের ভাগ্নিকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে পারেন যাতে সে খুশি হয়। আর ছোট বাচ্চারা অল্পতেই খুশি হয়। আর আপনি যেহেতু মামা হন তাই আপনার কাছে থেকে একটা সুন্দর বার্থডে উইশ এক্ষপেক্ট করা দোষের কিছু তো নই। যাইহোক শুরু করা যাক তাহলে। Happy birthday wishes for vagni bangla
ভাগ্নির জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
ভাগ্নির জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস
১। শুভ জন্মদিন আমার প্রিয় ভাগ্নি। তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। এই শুভ্র শীতল সকালের সূর্য যেমন রাতের সব অন্ধকার দূর করে দিয়েছে তেমনি তোমার জীবনও সর্বদা আলোকিত হয়ে থাক আর অন্ধকারগুলো দূরে চলে যাক। সকালের শীতল হাওয়া যেমন মনকে শান্ত করে। ঠিক তেমনই তোমার লক্ষ্যে তুমি চিরকাল স্থির থাকো। আকাশে যেমন বিদ্যুৎ চমকালে সেটা বহুদূর থেকে জানা যায় ঠিক তেমনই তুমি জীবনে এমন কীর্তি করো যাতে সারা পৃথিবীর মানুষ তোমার সুনাম করে। তোমার সুস্বাস্থ্য আর হাসিখুশি একটা জীবন কামনা করছি। শুভ জন্মদিন প্রিয়।
Happy birthday wishes for vagni bangla
২. শুভ জন্মদিন ভাগ্নি। আজকে তোমার birthday তে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। তুমি যেইদিন তোমার মায়ের কোল আলো করে এই পৃথিবীতে এসেছিলে সেইদিন যেন পুরো পৃথিবী আনন্দিত হয়েছিল। সবাই যেন অপেক্ষায় ছিল তুমি কখন এই পৃথিবীর বুকে পদার্পণ করবে। সেই দিনটা তোমার ছিল। তুমি সবাইকে সকল দু:খ ভুলিয়ে দিয়ে সবার মুখে হাসি ফুটিয়ে ছিলে। সবার মনে এনে দিয়েছিলে এক অন্যরকম প্রশান্তি। আজকে তোমার সেই জন্ম তিথিতে সেই ক্ষণটা অনুভব করতে পারি। সত্যিই খুব আনন্দের দিন ছিল সেটা। আর প্রতি বছর খুব অনাড়ম্বরে সেই দিনটা আমরা পালন করি। ঈশ্বরের কাছে প্রার্থণা করি সারা জীবন যেন এই আনন্দ উপভোগ করতে পারি।
৩. হ্যাপি বার্থডে টু ইউ মাই ডিয়ার ভাগ্নি। সেই ছোট্ট পিচ্চিটা আজকে দেখতে দেখতে কত বড় হয়ে গেল। তোমার জন্মদিন আসলেই তুমি যেইদিন হয়েছিলে ওইদিনের স্মৃতি বার বার ভেসে উঠে। কি সুন্দর একটা দিন ছিল। আজকে জন্মদিনে তোমাকে অনেক মিস করছি। যদিও আমি তোমার থেকে এখন অনেকটা দূরে আছি কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা আর আশীর্বাদ সবসময় তোমার সাথেই আছে। জীবনে অনেক বড় হও। মা বাবার স্বপ্ন পূরণ করো।
৪. শুভ জন্মদিন আমার আদরের মা। তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। তুমি সবসময় সুখী হও। নিজের পায়ে দাড়াও। একজন মানুষের মতোমানুষ হও। আর আমাদের তোমাকে নিয়ে দেখা স্বপ্নগুলো পূরণ করতে পারো এই কামনাই করি মামা। অনেক বড় হও। শুভ জন্মদিন।
Happy birthday wishes for vagni bangla
৫. শুভ জন্মদিন আমার আদরের ভাগ্নি। তোমার জন্য অনেক অনেক শুভ কামনা রইল। সদা সর্বদা সৎ পথে চলবে, সবসময় সত্য বলবে। তোমার চারিদিকের মানুষকে হয়তো দেখবে মিথ্যা বলে অনেক কিছু পেতে কিন্তু মনে রাখবে এটা আপেক্ষিক। যারা সত্য বলে সৎ পথে চলে তারা কখনো অসুখী হয়না। আজকে তোমার জন্মদিনে এটা আমার উপদেশ। মনে রেখ এটা যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমার থেকে সুখী এই পৃথিবীতে আর কেউ হতে পারবেনা। শুভ জন্মদিন।
Happy birthday wishes for vagni bangla
৬. শুভ জন্মদিন মামা। আজকে আমি তোমাকে জীবনে সুখী হওয়ার মূলমন্ত্র শিখাবো। মনে রাখবে জীবনে ভালো থাকার সবচেয়ে বড় মূলমন্ত্র হচ্ছে কখনো কাউকে হিংসা আর লোভ না করা। কারো মনে যদি হিংসা কিংবা লোভ না থাকে আমি লিখে দিতে পারি তার থেকে সুখী মানুষ আর কেউ হতে পারেনা। শুভ জন্মদিন আমার প্রিয় ভাগ্নি।
আশা করি আজকে আপনাদের জন্য আমাদের সংগ্রহকৃত Happy birthday wishes for vagni bangla বা ভাগ্নির জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস গুলো ভালো লেগেছে।
0 Comments