ভাবির জন্মদিনের শুভেচ্ছা | ভাবিকে নিয়ে জন্মদিনের স্ট্যাটাস | ভাবির জন্মদিনের শুভেচ্ছা ফানি
![]() |
ভাবির জন্মদিনের শুভেচ্ছা | ভাবিকে নিয়ে জন্মদিনের স্ট্যাটাস | ভাবির জন্মদিনের শুভেচ্ছা ফানি |
আপনাকে আমাদের ওয়েবসাইটে স্বাগতম। আজকে আমরা আমাদের ব্লগে ভাবির জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস লিখেছি। আপনারা এইখানে দেওয়া ভাবিকে নিয়ে জন্মদিনের শুভেচ্ছা স্ট্যাটাস আপনাদের ফেসবুকে পোস্টও করতে পারেন। এছাড়াও এই পোস্টের শেষ অংশে ভাবির জন্মদিনের শুভেচ্ছা ফানি দেওয়া আছে। আশা করছি আপনাদের সেগুলো ভালো লাগবে। শুভ কামনা।
ভাবির জন্মদিনের শুভেচ্ছা
প্রথম অংশে ভাবির জন্মদিনের শুভেচ্ছা আপনাদের জন্য দেওয়া হলো।
১. শুভ জন্মদিন ভাবি। মানুষের জীবনে যত বিশেষ দিন আসে তার মধ্যে জন্মদিন অন্যতম গুরুত্বপূর্ণ আর স্পেশাল একটি দিন। আর এরকম হাজারো দিন আসুক আপনার জীবনে। আপনার সুন্দর হাসিতে মুগ্ধ হোক এই ধরণী। আপনার প্রাণচ্ছোল জীবন আর খুশিতে ধণ্য হোক সবাই। শুভ জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।
২. শুভ জন্মদিন ভাবি। আজকে আপনার জন্মদিনে আপনার জন্য প্রার্থণা করি আপনার আগামী দিনগুলো হোক সুন্দর, প্রাণচ্ছ্বোল আর সদা সাফল্যময়। আপনার জীবনে বার বার ফিরে আসুক এই দিন। সবসময় হাসিখুশি থাকবেন। নিজেকে ভালোবাসবেন, ভালো থাকবেন আর ভালো রাখবেন পরিবারকে আমাদেরকে। শুভ জন্মদিন ভাবি। জন্মদিনের অনেক অনেক দোয়া আর উষ্ণ শুভেচ্ছা রইল।
![]() |
ভাবির জন্মদিনের শুভেচ্ছা |
৩. শুভ জন্মদিন ভাবি। আপনার জন্মদিন আমার কাছে সর্বদায় খুব খুব স্পেশাল। ভাইয়া বিয়ে করে আমাকে ২য় মা উপহার দিয়েছে। আপনি আমাদের বাড়িতে আসার পর থেকে আমাদের পরিবারকে আগলে রাখা শুরু করেছেন। সকল কিছু নিজে একা হাতে হাসি মুখে সামলান। সত্যিই আপনি মহান একজন মানুষ। আপনার মতো একজন মানুষ আমাদের পরিবারে আসায় আমরা সত্যিই অনেক আনন্দিত। শুভ জন্মদিন ভাই।
৪. শুভ জন্মদিন ভাবি। সবসময় হাসিখুশি আর সুস্থ থাকো। তুমি সর্বদা আমাদের পরিবারের ভলোর কথা চিন্তা করো। সবার মুখে হাসি ফোটানোর চিন্তা ব্যাস্ত থাকো। তোমার মতো মানুষকে ভাবি হিসেবে পেয়ে সত্যিই আমি খুব খুব আনন্দিত। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল।
ভাবিকে নিয়ে জন্মদিনের স্ট্যাটাস
এই অংশে ভাবিকে নিয়ে জন্মদিনের স্ট্যাটাস আপনাদের জন্য দেওয়া হলো। আশা করি আপনাদের এই স্ট্যাটাসগুলো ভালো লাগবে।
৫. শুভ জন্মদিন ভাবি। তুমি সর্বদা আমাদের পরিবারকে আগলে রাখো ভালোবাসো। আমরাও তোমাকে অনেক ভালোবাসি। আর ভালোবাসার মানুষের জন্মদিনকে স্পেশালভাবে পালন না করে কি পারা যায়? আর এই দিনকে স্মরণীয় করে রাখতে তোমার জন্মদিনে আমার তরফ থেকে এই ছোট্ট উপহার। তুমি সারাজীবন সুখী থাকো। জীবনে সফল হও। তোমার সব স্বপ্নগুলো পূরণ হোক এই কামনাই করি। শুভ জন্মদিন ভাবি।
৬. শুভ জন্মদিন ভাবি। তুমি আসলেই মানুষটা অনেক ভালো।বাড়ির সবাই খুব অল্প সময়ের মধ্যেই আপন করে নিয়েছো। সবার টেক কেয়ার করছো। তোমাকে শ্রদ্ধা না জানিইয়ে পারা যায়না। তোমার আগমণের পর থেকেই আমাদের পরিবারের শ্রী বৃদ্ধি হচ্ছে। তুমি আমাদের পরিবারের লক্ষী। আর বাড়ির লক্ষীর জন্মদিনের কথা কেউ কি ভুলতে পারে? নাকি পালন না করে থাকা যায়? তোমার জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল ভাবি। জীবনে সুখী হও। তোমার জীবন সমৃদ্ধ হোক। আর সারা জীবন আমাদের পরিবারটাকে আগলে রাখো সন্তানের মতো করে।
![]() |
ভাবিকে নিয়ে জন্মদিনের স্ট্যাটাস |
৭. শুভ জন্মদিন ভাবি। আমার জীবনে সফলতার পিছনে তোমার অবদান আমি কখনো ভুলবোনা। সত্যিই তুমি আমার জীবনের দেবদূত হয়ে এসেছিল। তুমি না থাকলে হয়তো জীবনে সফলতা নামক বস্তুটি অধরাই থেকে যেত।যাইহোক, শুভ জন্মদিন ভাবি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল।
৮. শুভ জন্মদিন ভাবি। আমাদের জীবনে খারাপ সময় আসে। আর সেইসময় মেন্টালি সাপোর্ট পাওয়াটা অনেক জরুরি। আমার জীবনের প্রতিটি খারাপ সময়ে যেই মানুষটি অনুপ্রেরণা যুগিয়ে এসেছে আজকে সেই মানুষটির জন্মদিনে তার প্রতি রইল অনেক অনেক জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন ভাবি।
৯. শুভ জন্মদিন ভাবি। পরিবারের মানুষকে সকল মানুষকে একত্রে বেধে রাখার ক্ষেত্রে যেই মানুষটির ভূমিকা সবচেয়ে বেশি সে হচ্ছে বাড়ির বউ। তুমি সংসারের সকল কিছু সামলিয়ে সবাইকে নিয়ে একসাথে থাকার জন্য তোমার অবদান অনস্বীকার্য। এটা আসলেই তুমি ছাড়া সম্ভব না। সবার উচিত তোমার মতো দায়িত্ববান হওয়া। শুভ জন্মদিন ভাবি।
১০. শুভ জন্মদিন ভাবি। আমার হাসি খুশিভাবে বেঁচে থাকার জন্য যেসব মানুষের অবদান অনস্বীকার্য তাদের মধ্যে একজন হলে তুমি। প্রিয় মানুষগুলোর মধ্যে তুমি অন্যতম একজন। যেদিন থেকে তুমি এই বাড়ির বউ হয়ে এসেছো তুমি আমাদের পরিবারটিকে সেদিন থেকে আগলে রেখছো আমাদের পরিবারকে। আর তোমার মতো একজন প্রইয় দায়িত্বশীল মানুষকে জন্মদিনের শুভেচ্ছা না জানিয়ে কি পারা যায়? শুভ জন্মদিন ভাবি।
১১. শুভ জন্মদিন ভাবি। যেই মানুষটি আমার প্রিয় ভাইকে সবসময় হাসি খুশি রাখে, যত্ন করে আজকে তার জন্মদিন কিভাবে ভুলে যায়? শুভ জন্মদিন ভাবি। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। নিজের যত্ন নিবেন আর আমার ভাইকে এইভাবেই সর্ব্দা হাসি খুশি রাখবেন।
![]() |
ভাবির জন্মদিনের শুভেচ্ছা ফানি |
১২. শুভ জন্মদিন ভাবি। আকাশে রংধনুরা যেমন আকাশকে রাঙ্গিয়ে তোলে, ফুল যেমন প্রকৃতিকে রাঙ্গায় তেমনি তুমিও তোমার জীবনে হাসি, আনন্দ আর খুশিতে রাঙ্গিয়ে তোলো এই কামনায় করি। শুভ জন্মদিন ভাবি।
১৩. শুভ জন্মদিন ভাবি। ভোরের সূর্যের আলোয় যেমন প্রকৃতি ঝলমল করে উঠে তেমনি আপনার জীবনে হয়ে উঠুক ভালোবাসার রঙ্গে ঝলমলে। শুভ জন্মদিন ভাবি।
ভাবির জন্মদিনের শুভেচ্ছা ফানি
এটা আজকের পোস্টের শেষ অংশ। এই ভাবির জন্মদিনের শুভেচ্ছা ফানি দেওয়া হলো। আপনাদের যেটা ভালো লাগবে সেটা কপি করে নিয়ে আপনার ভাবিকে জন্মদিনের জন্য বার্থডে উইশ করতে পারেন।
১৪. শুভ জন্মদিন ভাবি। ভাবি হচ্ছে ভাইয়ের বউ। মানে আমারও বউ। আর আজকে আমার বউয়ের জন্মদিন আমি কিভাবে ভুলে যাব? শুভ জন্মদিন বউ সরি ভাবি।
১৫. শুভ জন্মদিন ভাবি। আপনার মতো সুন্দরি ভাবির জন্মদিন কোনো দেবর কি ভুলতে পারে? সেই কখন থেকে অপেক্ষা করে আছি কখন ১২ টা বাজবে আর আমার সুন্দরি ভাবিটাকে উইশ করবো। যাক অবশেষে উইশ করতে পারলাম। যাইহোক সুন্দরি ভাবির এখন কিন্তু ট্রিট দেওয়া বাকি রইল। ট্রিটটা যেন তাড়াতাড়ি পাই।
১৬. শুভ জন্মদিন ভাবি। প্রতিবার জন্মদিনে অনেক প্রসংশা করি কিন্তু এইবার কোনো প্রসংশা করবোনা উলটা চাপ দিবো ভাতিজার জন্য। বলো আমি কবে চাচা হবো? পরের জন্মদিনের আগেই আমি যেন চাচা হই এই দোয়া রইল এইবার তোমার জন্মদিনে। শুভ জন্মদিন।
আশা করি আপনি আপনার প্রিয় ভাবিকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য যেই স্ট্যাটাস খুজছিলেন সেটা পেয়ে গেছেন। আপনি কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামত জানাবেন। ধন্যবাদ।
0 Comments