সেরা কিছু নিজের ছেলের জন্মদিনের শুভেচ্ছা | সন্তানের জন্মদিনের শুভেচ্ছা
![]() |
নিজের ছেলের জন্মদিনের শুভেচ্ছা | সন্তানের জন্মদিনের শুভেচ্ছা |
আপনাকে আমাদের আজকের পোস্টে স্বাগতম। সন্তান সবসময় প্রতিটি বাবা মায়ের কাছে আদরের। আমরা আমাদের আদরের সন্তানের জন্মদিনকে খুব আড়ম্বরের সাথে পালন করতে চাই। আমরা ফেসবুক সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করে জন্মদিনের খুশিটাকে সবার মধ্যে ভাগ করে নিতে চাই। এইজন্য আমরা আপনাদের জন্য নিজের ছেলের জন্মদিনের শুভেচ্ছা জানানোর জন্য বেশ কিছু সন্তানের জন্মদিনের শুভেচ্ছা বার্তা আপনাদের মাঝে নিয়ে এসেছি। আশা করি আপনাদের ভালো লাগবে।
নিজের ছেলের জন্মদিনের শুভেচ্ছা
১. শুভ জন্মদিন বাবা। তোমার জন্মদিনে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। জীবনে অনেক বড় হও। নিজের পায়ে দাঁড়াও আর মানুষের মতো মানুষ হয়ে দেশের সেবা করো। মনে রাখবে পৃথিবীতে প্রতিদিন অনেক মানুষ জন্ময়াচ্ছে আবার অনেক মানুষ মরেও যাচ্ছে কিন্তু তার মধ্যে হাতেগোণা দুই একজনকে মানুষ আজীবন মনে রাখে তাদের মহৎ কাজের জন্য। তুমিও জীবনে এমন কিছু করো যাতে মানুষ সারা জীবন তোমাকে মনে রাখে। শুভ জন্মদিন। নিজের ছেলের জন্মদিনের শুভেচ্ছা
![]() |
নিজের ছেলের জন্মদিনের শুভেচ্ছা |
২. শুভ জন্মদিন আমার আদরের কলিজার টুকরা। তুমি যেইদিন জন্ম নিয়েছিলে সেইদিন থেকে আমার সকল দুঃখ দূর হয়ে গেছে। সৃষ্টিকর্তার কাছে অনেক অনেক প্রার্থনার পর তোমাকে পেয়েছি। তুমি সারা জীবন হাসি খুশি আর আনন্দে থাকো। আমাদের স্বপ্নগুলো পূরণ করো এই কামনাই করি। শুভ জন্মদিন।
৩. শুভ জন্মদিন ব্যাটা। দেখতে দেখতে আরো একটি জন্মদিন চলে আসলো। জন্মদিনে একটি উপদেশ সবসময় মনে রাখবে সবসময় সত্য কথা বলবে আর সৎপথে চলবে। ওয়া যায়না।মনে রাখবে অসৎ পথে চললে জীবনে কখনো সুখী হওয়া যায়না। আর একটা মিথ্যা ঢাকতে হাজারো মিথ্যা বলতে হয়। তাই সত্য বলা আর সৎপথে চলার কোনো বিকল্প নাই। তুমি হয়তো মিথ্যা বলে অসৎ কাজ করে কয়েকদিন সুখী থাকবে কিন্তু প্রকৃত সুখ পাবেনা। তুমি মানুষের মতো মানুষ হও। এই কামনাই করি। শুভ জন্মদিন।
৪. শুভ জন্মদিন সোনা। পৃথিবীর সবকিছুর সীমাবদ্ধতা থাকলেও মনে রেখো তোমার প্রতি ভালোবাসার আমার কোনো সীমাবদ্ধতা নেই। তোমার জন্য যেকোনো কিছু করতে আমি সর্বদা প্রস্তুত আছি কারণ তুমি কলিজার টুকরা। তুমি ছাড়া আমার জীবন অর্থহীন। শুভ জন্মদিন।
সন্তানের জন্মদিনের শুভেচ্ছা
৫. আজকে পাখিরা সব আনন্দিত হয়ে কুহূ কুহূ ডাকছে। সূর্যিমামা খুশিতে হেসে চারিদিকে আলো ছড়াচ্ছে। বাতাসে বইছে দোলা। চাঁদ মামা আরো কাছে চলে এসেছে কারণ আজকে তোমার জন্মদিন। তোমার জন্মদিনে সবাই তোমাকে শুভেচ্ছা জানাচ্ছে। শুভ জন্মদিন আমার কলিজার টুকরাটা। সন্তানের জন্মদিনের শুভেচ্ছা
![]() |
সন্তানের জন্মদিনের শুভেচ্ছা |
৬. এই ধরণীর সৌন্দর্য্যের প্রতিটি ছাপ পড়ুক তোমার উপর। সবচেয়ে সুন্দর জীবন হোক তোমার। তোমার জীবনে এরকম উজ্জ্বল আর হাসিতে ভরা হাজারো খুশির দিন আসুক। বেঁচে থাকো হাজার বছর আমার সোনা। শুভ জন্মদিন।
৭. শুভ জন্মদিন বাবা। জীবনে অনেক বড় হও। অনেক সুখে থাকো। প্রতিটি নতুন দিনের সাথে তোমার জীবনেও আসুক নতুন নতুন সব সুখবর। দুঃখগুলো সব দূর হয়ে যাক তোমার জীবন থেকে। এই কামনাই করি। শুভ জন্মদিন।
৮. শুভ জন্মদিন আমার কলিজা।আজকে জন্মদিনে ঈশ্বরের কাছে প্রার্থণা করি তোমার জীবনের সব দুঃখগুলো দূর হয়ে যাক আর সুখগুলো দ্বিগুণ শক্তি নিয়ে তোমার জীবনে আসুক। অতিতের ভুলগুলো সব জীবনের সফলতা হিসেবে ফিরে আসুক। ভেংগে যাওয়া স্বপ্নগুলো বাস্তবে পরিণত হোক। এই কামনাই তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা। শুভ জন্মদিন।
![]() |
নিজের ছেলের জন্মদিনের শুভেচ্ছা |
৯. আজকের দিনটা সমগ্র জগতের কাছে অন্যতম এক খুশির দিন কারণ আজকে তোমার জন্মদিন। ভোরবেলা সূর্যিমামা কানে কানে এসে বলে যায় আজকে তোমার জন্মদিন। ফুলগুলো সুগন্ধ ছড়াচ্ছে কারণ তোমার জন্মদিনকে ওরা আরো স্মরণীয় করে রাখতে চায়। পাখিগুলো সুমধুর সরে কুহূ কুহূ ডাকছে কারণ আজকে তোমার জন্মদিন। শুভ জন্মদিন সোনা।
১০. ফুলের সুগন্ধে, প্রাণের আনন্দে
ভোরের রোদ্দুরে, সবুজের প্রান্তরে
বাতাসে বইছে দোলা
আকাশে করছে খেলা পাখিরা সব সানন্দে
এই খুশির দিনে আমার মনের ইচ্ছা
তোমাকে জানাই জন্মদিনের শুভেচ্ছা।
শুভ জন্মদিন সোনাটা আমার।
১১. মুছে যাক দুঃখ যন্ত্রনা, খুলে যাক সুখের প্রেরণা
মুছে যাক দুঃখের দিনগুলো, ফিরে আসুক আনন্দের স্মৃতিগুলো
আজকের দিন চিত্রিত হয়ে থাক স্মৃতির পাতায়
জন্মদিনের শুভেচ্ছা জানাই এই ইচ্ছাই।
শুভ জন্মদিন।
১২. শুভ জন্মদিন আমার প্রিয় বাবাটা। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা রইল। নিজে প্রতিষ্ঠিত হও। একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠো। মানুষের বিপদে মানুষের পাশে দাড়াও। এই কামনাই করি। শুভ জন্মদিন।
আশা করি আপনাদের আজকের দেওয়া নিজের ছেলের জন্মদিনের শুভেচ্ছা বা স্নতানের জন্মদিনের শুভেচ্ছা বার্তাগুলো ভালো লেগেছে। আপনাদের কোন স্ট্যাটাসটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন।
0 Comments